ইমরান খানের শপথ অনুষ্ঠানে ইসলামাবাদে কোন কোন ভারতীয় থাকতে পারে জানেন? চমকে যাবেন।
নজরবন্দি ব্যুরোঃ পাকিস্তান নির্বাচনে সব চেয়ে বেশি আসন পেয়ে এবার পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন প্রাক্তন পাক বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান। আর এই শপথ অনুষ্ঠানে থাকতে পারেন বেশ কয়েক জন ভারতীয় কিংবদন্তি।
এমনটাই মনে করছেন রিসার্চ এবং অ্যানালাইসিসের প্রাক্তন প্রধান এবং বর্তমানে জাতীয় নিরাপত্তা বোর্ডের অন্যতম ব্যেক্তি এএস দুলাত। সম্প্রতি একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাত্কারে তিনি জানিয়েছেন, "যদি না আমি ভুল হই, তাহলে ইমরান বরাবরই বলে এসেছে বিশ্বের সবচেয়ে সেরা ওপেনিং ব্যাটসম্যান গাভাসকার। এবং অবশ্যই ভারতের সর্বকালের সেরা।
ও এটাও বলেছিল যদি ও এবং গাভাসকার কখনও বিয়ার খেতে বসে তাহলে ভারত-পাকিস্তানের মধ্যে এমন কিছু নেই যার সমাধান বেরোবে না। অপেক্ষা করুন এবং দেখুন, কেউ যাক বা না যাক গাভাসকার, সচিন, দ্রাবিড় এবং সম্ভবত কপিল দেব এই চারজনের ওর শপথ অনুষ্ঠানে ইসলামাবাদে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে"।
এমনটাই মনে করছেন রিসার্চ এবং অ্যানালাইসিসের প্রাক্তন প্রধান এবং বর্তমানে জাতীয় নিরাপত্তা বোর্ডের অন্যতম ব্যেক্তি এএস দুলাত। সম্প্রতি একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাত্কারে তিনি জানিয়েছেন, "যদি না আমি ভুল হই, তাহলে ইমরান বরাবরই বলে এসেছে বিশ্বের সবচেয়ে সেরা ওপেনিং ব্যাটসম্যান গাভাসকার। এবং অবশ্যই ভারতের সর্বকালের সেরা।
ও এটাও বলেছিল যদি ও এবং গাভাসকার কখনও বিয়ার খেতে বসে তাহলে ভারত-পাকিস্তানের মধ্যে এমন কিছু নেই যার সমাধান বেরোবে না। অপেক্ষা করুন এবং দেখুন, কেউ যাক বা না যাক গাভাসকার, সচিন, দ্রাবিড় এবং সম্ভবত কপিল দেব এই চারজনের ওর শপথ অনুষ্ঠানে ইসলামাবাদে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে"।

No comments