Header Ads

হিমা দাসের বায়োপিক বানাতে চান অক্ষয় কুমার।


নজরবন্দি ব্যুরোঃ বলিউডে বেশ কয়েক বছর ধরেই বায়োপিকের মরশুম চলছে মেরি কম থেকে সঞ্জয় দত্ত-একে একে বাস্তবের চরিত্ররা উঠে আসছেন পর্দায় ক্রীড়াবিদদের মধ্যে এই তালিকায় আছেন শচীন তেণ্ডুলকর, মহেন্দ্র সিং ধোনির নামও
এবার হিমা দাসের বায়োপিক বানানোর ইচ্ছে প্রকাশ করলেন স্বয়ং অক্ষয় কুমার কিছুদিন  আগেই দেশকে সোনা এনে দিয়েছেন হিমা জীবনটা অবশ্য এত সহজ ছিল না ছিল দারিদ্র, ছিল প্রতিকূলতা একসময় বড়দের দলে ভিড়ে ফুটবল খেলতেন 

সেখান থেকে কোচ নিপন দাসের চোখে পড়ে যান তারপরই দৌড় শুরু হয় হিমার সেই হিমা দাসের জীবনকেই পর্দায় তুলে আনতে চান অক্ষয় সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিয়ে অক্ষয় জানান, বাস্তবের এই নায়কদের জীবন সকলের জানা উচিত হিমারও বায়োপিক অবশ্যই হওয়া উচিত এবং তিনি নিজেই সেই বায়োপিক বানাতে চানকারণ এই জীবনই, এই লড়াইয়ের গল্পই আরও অনেককে অনুপ্রেরণা দেবে তবে কে থাকবেন হিমার চরিত্রে, অক্ষয় নিজে কোন চরিত্র করবেন, এখনও সেসব কিছুই বলেননি অভিনেতা

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.