তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের নতুন ঠিকানা এবার ভাতার। আহত ১৬!
নজরবন্দি
ব্যুরোঃ আবার গোষ্ঠী দণ্ড তৃণমূলে। এবার ভাতারে। ঘটনার সূত্রপাত কিছুদিন আগে ভাতারের কুবাজপুরের আদিবাসীপাড়ার একজন মহিলা এক তৃণমূল কর্মী সহ কয়েকজনের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন।
সূত্রে খবর, ওই তৃণমূল কর্মী মানগোবিন্দ অধিকারীর অনুগামী হিসেবে এলাকায় পরিচিত। সেই সমস্যা মেটাতে উদ্যোগী হন মানগোবিন্দ বাবু। গতকাল সন্ধেবেলা ঐ আলোচনা থেকে ফেরার পথে বনমালির গোষ্ঠীর লোকজন তাঁদের উপর চড়াও হয়। মারধর করে। ঘটনায় মানগোবিন্দ অধিকারী সহ ১৬ জন জন আহত হন।
এদের মধ্যে ৮জনকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। প্রসঙ্গত ভাতার পঞ্চায়েত সমিতির বিদায়ী পূর্ত কর্মাধ্যক্ষ ছিলেন মানগোবিন্দ অধিকারী। নেত্রীর কথা উপেক্ষা করে বারবার গোষ্ঠী সংঘাতে জড়িয়ে পড়ছেন তাঁরা।তবে কি দিদির হাত থেকে ক্রমশ বেড়িয়ে যাচ্ছে দলের নিয়ন্ত্রণ? প্রশ্ন উঠছে দলের ভেতরেই।
সূত্রে খবর, ওই তৃণমূল কর্মী মানগোবিন্দ অধিকারীর অনুগামী হিসেবে এলাকায় পরিচিত। সেই সমস্যা মেটাতে উদ্যোগী হন মানগোবিন্দ বাবু। গতকাল সন্ধেবেলা ঐ আলোচনা থেকে ফেরার পথে বনমালির গোষ্ঠীর লোকজন তাঁদের উপর চড়াও হয়। মারধর করে। ঘটনায় মানগোবিন্দ অধিকারী সহ ১৬ জন জন আহত হন।
এদের মধ্যে ৮জনকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। প্রসঙ্গত ভাতার পঞ্চায়েত সমিতির বিদায়ী পূর্ত কর্মাধ্যক্ষ ছিলেন মানগোবিন্দ অধিকারী। নেত্রীর কথা উপেক্ষা করে বারবার গোষ্ঠী সংঘাতে জড়িয়ে পড়ছেন তাঁরা।তবে কি দিদির হাত থেকে ক্রমশ বেড়িয়ে যাচ্ছে দলের নিয়ন্ত্রণ? প্রশ্ন উঠছে দলের ভেতরেই।

No comments