তৃণমূল সিণ্ডিকেট করে! মেনে নিলেন অভিষেক।
নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচনের এখনও এক বছর বাকি। কিন্তু ঠিক তার আগে মেদিনীপুরের কলেজ মাঠে প্রধানমন্ত্রীর জবাবী সভা সেরে ফেলল অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রধান বক্তা হিসাবে মুখ্যমন্ত্রী না থাকলেও, তাঁর কাজ বেশ দক্ষতার সাথে সামলালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি ফিনিস থেকে সিন্ডিকেট বিতর্ক, সব কিছু নিয়ে বিজেপিকে তুলোধোনা করলেন তৃণমূলের যুব সভাপতি।
চলতি মাসের ১৬ তারিখে এই কলেজ মাঠের জনসভা থেকে প্রধানমন্ত্রী দাবি করেছিলেন, এই রাজ্যে তৃণমূলের সিন্ডিকেটরাজ চলছে। শিক্ষা থেকে স্বাস্থ্য, সব কিছুতেই আছে সিন্ডিকেট। শনিবার শাসকদলের সেই অভিযোগের পরিস্কার জবাব দিলেন অভিষেক।
ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, “ওরা বলছে আমরা সিন্ডিকেট চালাই৷ হ্যাঁ, মানছি আমরা সিন্ডিকেট করি৷ তৃণমূল মানুষের সিন্ডিকেট করে৷ আমাদের সিন্ডিকেটের জরে জঙ্গলমহলে শান্তি এসেছে। গুরুং-বিজেপি সমঝোতা ভেঙেছে।” এর পরে তিনি জানিয়ে দেন, তৃণমূলের এই জনতার ‘সিন্ডিকেটের’ এখন মূল লক্ষ্য মোদীকে সিংহাসন থেকে সরানো। সামনের লোকসভা নির্বাচনে বিজেপি ফিনিশ।
চলতি মাসের ১৬ তারিখে এই কলেজ মাঠের জনসভা থেকে প্রধানমন্ত্রী দাবি করেছিলেন, এই রাজ্যে তৃণমূলের সিন্ডিকেটরাজ চলছে। শিক্ষা থেকে স্বাস্থ্য, সব কিছুতেই আছে সিন্ডিকেট। শনিবার শাসকদলের সেই অভিযোগের পরিস্কার জবাব দিলেন অভিষেক।
ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, “ওরা বলছে আমরা সিন্ডিকেট চালাই৷ হ্যাঁ, মানছি আমরা সিন্ডিকেট করি৷ তৃণমূল মানুষের সিন্ডিকেট করে৷ আমাদের সিন্ডিকেটের জরে জঙ্গলমহলে শান্তি এসেছে। গুরুং-বিজেপি সমঝোতা ভেঙেছে।” এর পরে তিনি জানিয়ে দেন, তৃণমূলের এই জনতার ‘সিন্ডিকেটের’ এখন মূল লক্ষ্য মোদীকে সিংহাসন থেকে সরানো। সামনের লোকসভা নির্বাচনে বিজেপি ফিনিশ।

No comments