Header Ads

দুপুরেই ধেয়ে আসছে প্রবল গতিতে ঝড়, ইতিমধ্যেই মৃত ১।

নজরবন্দি ব্যুরোঃ এবছর লাগামছাড়া গরম পড়বে, একথা আগে থেকেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। প্রকৃতির গতিপ্রকৃতির খেয়ালে তার সাথে যোগ হয়েছে ঝড়বৃষ্টির দৌরাত্ম্য। ইতিমধ্যেই রাজ্যে হয়ে গেছে বেশ কয়েকটি কালবৈশাখী। আজ ফের দুপুর হতেই ধেয়ে আসছে ঝোড়ো হাওয়া, জানিয়ে দিল হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ দুপুরের পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় বইতে শুরু করবে ঝোড়ো হাওয়া, যার গতিবেগ থাকবে কোথাও কোথাও ঘন্টায় ৫০ কিলোমিটার ছাড়াবে। ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদীয়া, মুর্শিদাবাদ, মালদা, বীরভূমে। শিলাবৃষ্টির পুর্বাভাসও দেওয়া হয়েছে। ইতিমধ্যেই মুর্শিদাবাদে ঝড়বৃষ্টির জেরে প্রাণ হারিয়েছেন একজন। সাগরদিঘি ইটভাটায় দেওয়াল ভেঙে পড়ে মৃত ১, আহত ৬ জন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.