Header Ads

ডিজিটাল লেনদেন এর প্রতি উৎসাহ বাড়াতে মোদী সরকার এর "ক্যাশব্যাক"!


নজরবন্দি ব্যুরোঃ বাজারে কোনো জিনিস কেনার পর যদি তার দামটা ডিজিটাল পদ্ধতিতে মেটানো হয় তাহলে জিনিসের রিটেল প্রাইস এর উপর সর্বাধিক ১০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। শুধু ক্রেতা নয় বিক্রেতাকেও দেওয়া হবে এই ছাড়, অনলাইন লেনদেন কে উৎসাহ দিতে কেন্দ্রের এই প্রয়াস বলে মনে করা হচ্ছে।

কেন্দ্রীয় রাজস্ব বিভাগ ঠিক করেছে যে সব ব্যাবসায়ীরা অনলাইনে লেনদেন ওপর টাকা খাটিয়ে ব্যাবসা করছে তার উপর ক্যাশব্যাক দেওয়া হবে। কেন্দ্রীয় রাজস্ব বিভাগ এই প্রস্তাব দিয়েছে।
৪ ই মে অর্থমন্ত্রী অরুন জেটলি র তত্ত্বাবধানে  জি .এস .টি দপ্তরের সামনে এই প্রস্তাব রাখা হবে।

এছাড়াও জানা গিয়েছে যে,  ডিজিটাল মোডে লেনদেন করলে ব্যাবসায়ীরা কর ছাড় পেতে পারেন এবং সুবিধা পেতে পারে জি.এস.টির উপর তবে মূলত এখন ক্যাশব্যাক উপর নজর দেয়া হচ্ছে।

মোদী সরকারের এই পদক্ষেপ ফলপ্রসু হবে বলে মনে করছে বিভিন্ন অর্থনীতি মহল।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.