Header Ads

দাবি আদায়ে বিকাশ ভবন অভিযান! হবু শিক্ষক, SFI ও DYFI এর যৌথ আন্দোলনে আবার উত্তাল কলকাতা। #Exclusive

নজরবন্দি ব্যুরো: নিয়োগের দাবিতে বারবার রাস্তায় নামতে হয়েছে এই রাজ্যের হবু শিক্ষকদের। কিন্তু কাজেরকাজ কিছুই হয়নি।


আর এই নিয়োগ সহ একাধিক দাবিতে ২৪/০৫/১৮ তারিখে অর্থাৎ আজ আবার আন্দোলনে ডাক দেয় হবু শিক্ষক, এস এফ আই ও ডি ওয়াই এফ আই যৌথ ভাবে। তাদের স্লোগান বিকাশ ভবন চলো। তাদের মূল দাবিগুলি নিম্নরূপ।

১. উচ্চপ্রাথমিকে ভ্যাকান্সি বাড়িয়ে কমকরে ৩০০০০ করতে হবে। নিয়োগ প্রক্রিয়া আগামী দুর্গা পূজার আগে শেষ করতে হবে।

২. চলতি মাসের মধ্যে উচ্চপ্রাথমিকের মেরিট লিস্ট প্রকাশ করতে হবে ।

৩. জুন ও জুলাই মাসের মধ্যে আপডেট ভ্যাকান্সি অনুযায়ী নবম থেকে দ্বাদশ পর্যন্ত ও কর্মশিক্ষা ও শারীরশিক্ষার কাউন্সিলিং ও নিয়োগের কাজ শেষ করতে হবে।

৪. পঞ্চম থেকে দ্বাদশ স্তরে সমস্ত এমপেনেল্ড ও ওয়েটিং এ থাকা সবার প্যানেল লিস্ট পিডিএফ আকারে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।



৫. আগের সরকারের মতন প্রতিবছর স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে সরকারি সাহায্যপ্রাপ্ত ও অনুমোদিত বিদ্যালয়ে ধারাবাহিকভাবে সরকারি শিক্ষক নিয়োগ করতে হবে।

বিশেষ সূত্রের খবর, ২৪ তারিখ অর্থাৎ আজ ৪ টের সময় বিকাশভবনে আন্দোলনকারীদের সাথে শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করবেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

এখন তাই এই রাজ্যের হবু শিক্ষকরা তাকিয়ে আছেন ওই বৈঠকের দিকে। নিয়োগ নিয়ে কি বলেন শিক্ষামন্ত্রী তা জানার জন্য।
Loading...

1 টি মন্তব্য:

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.