Header Ads

মেট্রোর ঘটনায় নতুন মোড়



নজরবন্দি ব্যুরো: মেট্রোয় ঘটনায় নতুন মোড়। সেদিনের ঘটনার সত্যতা তুলেধরে ভিডিও প্রকাশ এর কিছুক্ষণ পর এ ডিলিট করা হল। সেদিন মেট্রোয় ঠিক কি হয়েছিল এই নিয়ে সোশ্যাল মিডিয়া , সংবাদমাধ্যম এর দেখানো খবর এর পক্ষপাতিত্ব এবং ঘটনার সত্যতা নিয়ে দেবদূত এর মত হাজির হয় এক মহিলা ফেসবুক লাইভ এ।
আলোড়ন পরে যায় গোটা সোশ্যাল মিডিয়া তে । প্রসঙ্গত "BIG MJ CHAITALI" নামক প্রোফাইল থেকে লাইভ টি সম্প্রচার করা হয়। তাতে ওই মহিলা বলতে থাকেন সেদিন মেট্রোয় ঠিক কি হয়েছিল যদিও বলেন তিনি নিজে নয় প্রত্যক্ষদর্শী তার এক বোন, আর তার কথাটাই তুলে ধরেছেন । এছাড়াও প্রবীণ নাগরিক দের সমর্থন করে সংবাদমাধ্যম কে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি। কিন্তু তার ঠিক কিছু পরেই ওই মহিলা পোস্ট টি মুছে দেন, এবং একটি লেখা পোস্ট করে "My views on the recent incident have hurt many of you, but I’d like to assure you that it was never my intention. My effort has always been to share great music and interact with all of you. I hope we can move past this " এবং লাইভ চলাকালীন বলেন প্রত্যক্ষদর্শী কে আনতে চেয়েছিলেন কিন্তু বাবা মা তাকে আস্তে দেননি।
আর একেই সৃষ্টি হয় সমালোচনার ঝড় । সোশ্যাল মিডিয়ায় কারও কারও বক্তব্য "ওই মহিলা যদি সত্য তা তুলে ধরতেই চাইতেন তবে ভিডিও টি লাইক , শেয়ার না করে মুছে দিলেন কেন? আবার কারও কথায় প্রত্যক্ষদর্শী কে সামনে নিয়ে আসার মতো সাহস দেখালেন না কেন,তবে কি সবটাই বানানো, মিথ্যা, নাকি এর পেছনে অন্য কারণও থাকতে পারে। বিগ এফ.এম এর সঙ্গে যোগাযোগ করা হলেও কিছু জানা যায় নি।



No comments

Theme images by lishenjun. Powered by Blogger.