Header Ads

কলকাতায় লয়েডস লাক্সারিয়াস লিমিটেডের প্রথম লাক্সারি স্টোর "ট্রুফিট এন্ড হিল"

 নজরবন্দি ব্যুরোঃ কলকাতায় লয়েডস লাক্সারিয়াস লিমিটেডের প্রথম লাক্সারি স্টোর "ট্রুফিট এন্ড হিল"বিশ্বের প্রাচীনতম বারবারশপ "ট্রুফিট এন্ড হিল" কলকাতার বুকে তাদের প্রথম স্টোরের উদ্বোধন করল ক্যামাক স্ট্রীটে। হট টাওয়েল সেভ,ফেসিয়াল পেডিকিওর,ম্যানিকিওর সহ পুরুষদের জন্য এই অত্যাধুনিক বারবার শপে রয়েছে ১৫০ টিরও বেশি প্রোডাক্ট।
কৃষ্ণ গুপ্তা এবং ইসতিয়াক আনসারীর  হাত ধরে নেপাল, বাংলাদেশ,ভুটান, মায়ানমারের পর ২০১৩ সালে তারা প্রথম ভারতের বুকে যাত্রা শুরু করে। ট্রুফিটের তরফ থেকে জানানো হয় " মুম্বাইয়ে ৬টি, ব্যাঙ্গালোরে ২টি ছাড়াও , দিল্লি, গুরগাঁও, হায়দ্রাবাদ, আহমেদাবাদে আমাদের ১টি করে আউটলেট রয়েছে। আমাদের মূল উদ্দেশ্য হল কাস্টমার যখন আমাদের এখান থেকে কো ন সার্ভিস নিয়ে বেরবে তখন যেন সে নিজেকে রিফ্রেশ অনুভব করে।"

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.