এরাজ্যে সমর্থক-রা যখন বাম ছেড়ে 'রামে' যাচ্ছে তখন 'রাম' ছেড়ে বামে আসার ব্যাপক প্রবনতা মহারাষ্ট্রে!
নজরবন্দি ব্যুরোঃ রাজ্য যখন পঞ্চায়েত নির্বাচন নিয়ে সরগরম তখন রাজ্যের বাইরে নিজেদের অস্তিত্ব জানান দিল সিপিআইএম। মহারাষ্ট্রের পালঘর লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে সিপিআইএম।
কিছুদিন আগেই মহারাষ্ট্রে কৃষক লঙমার্চ সাড়া ফেলে দিয়েছিল। কৃষকদের দাবি মেনে নেওয়ার কথা স্বীকার করে নিয়েছিল সরকার।
কিন্তু সেদিন যে দাবি মেনে নেওয়ার কথা জানিয়েছিল সরকার তা আদৌ রূপায়ন করার কাজ চলছে কিনা তা দেখার জন্য বৃহস্পতিবার পালঘর জেলার দাহানুতে এক সুবিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশের আয়োজক সিপিআইএম এবং সারা ভারত কৃষক সভা।
সেখান থেকে ঘোষিত হয়, আগামি ২৮ মে পালঘর লোকসভা কেন্দ্রের উপনির্বাচন। ওই উপনির্বাচনে লড়বে সিপিআইএম। এদিনের কৃষক সমাবেশে বক্তব্য রাখেন পলিটব্যুরোর সদস্য অশোক ধাওলে, বিধায়ক জে পি গাভিট, জয়ন্ত পাটিল, মহেন্দ্র সিং, নীলোৎপল বসু, মারিয়ম ধাওলে সহ অনেকেই।
অন্যদিকে এরাজ্যে যখন বাম ছেড়ে বিজেপিতে যোগদান করার হিড়িক পড়েছে তখনই মহারাষ্ট্রের সফল কৃষক আন্দোলনের পর বিজেপি- শিবসেনা ছেড়ে সিপিআইএমে যোগ দেওয়ার প্রবনতা বেড়েছে!

No comments