এবার থেকে এই রাজ্যে মাদ্রাসা ডিগ্রি আর বৈধ নয়! নয়া বিতর্ক।
নজরবন্দি ব্যুরো: মাদ্রাসা বোর্ডের ডিগ্ৰি ডাক
বিভাগ অবৈধ ঘোষণা হয়েছে আগেই, এবার তার দায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উপরেই চাপিয়েছে বলে
খবর। ডাক বিভাগের বক্তব্য, এই রাজ্যের
শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলে তার বুঝেছে, মাদ্রাসা
পর্ষদ যে শংসাপত্র দিয়ে থাকেন তা রাজ্যের আইন ও সরকারি নির্দেশ মেনে করা হয়না।
এই খবর প্রকাশ্যে আসতেই রাজ্যের শিক্ষা মহলে বিতর্ক শুরু হয়। আর এর জেরে
মাদ্রাসার বর্তমান পড়ুয়াদের অভিভাবকদের একটা বড় অংশ ও প্রাক্তন ছাত্র-ছাত্রীরা
তাদের ভবিষ্যত নিয়ে চিন্তিত। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ
সরকার মাদ্রাসা শিক্ষা পর্ষদকে
আইনসভায় বিধিবদ্ধ করেছেন ১৯৯৪ সালে পর্ষদ অ্যাক্টের
মাধ্যমে। আর ওই আইনের জোরেই মাদ্রাসা পর্ষদ মধ্যশিক্ষা পর্ষদের ন্যায় স্বশাসিত
শিক্ষা পর্ষদের সমমর্যাদা লাভ করে এবং ছাত্র-ছাত্রীদের সার্টিফিকেট বৈধ্যতা পায়। কিন্তু আজ
সমস্যাতে পড়েছে হাজার হাজার মাদ্রাসা উত্তীর্ন শিক্ষার্থীরা। এই নিয়ে সেন্ট্রাল
আ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল কোর্টে। কেসও করে মাদ্রাসা মাধ্যমিক পাশ করা
ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে জিডিএস’এ পুরানো বিজ্ঞপ্তিতে আবেদনকারী
সামসুল আলম। সেই মামলায় প্রেক্ষিতে কেন্দ্রীয় ডাক বিভাগ থেকে রাজ্য ডাক বিভাগকে
যে চিঠি পাঠানো হয় যাতে মাদ্রাসা পর্ষদের সার্টিফিকেটের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা
হয়। এদিকে মামলাকারীর আইনজীবি সামিম আহমেদ বলেন
, “এর
পেছনে একটা বিরাট চক্রান্ত কাজ করছে। রাজ্য থেকে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা তুলে
দেওয়ার চক্রান্ত চলছে।” অপরদিকে, পূর্ব মেদিনীপুরের কাঁথির বেশকিছু মাদ্রাসা কর্তৃপক্ষ
সুপ্রিমকোর্টে মাদ্রাসা বোর্ডের অ্যাক্টের বৈধ্যতা নিয়ে চ্যালেঞ্জ করায় এই জটিলতা
সৃষ্টি হয়েছে বলেও অভিযোগ রাজ্যের শিক্ষামহলের একটা বড় অংশের।

No comments