বালুরঘাটে পালিত হল কার্ল মার্কস-এর ২০১তম জন্মজয়ন্তী।
বালুরঘাট ৫ মে : বালুরঘাটে পালিত হল কার্ল মার্কস-এর ২০১তম জন্মজয়ন্তী। শনিবার সকালে সি.পি.আই(এম)-এর দক্ষিণ দিনাজপুর জেলা কার্যালয়ে কার্ল মার্কস-এর জন্মদিবস উপলক্ষ্যে সি.পি.আই(এম)-এর দলীয় পতাকা উত্তোলন করেন সি.পি.আই(এম)-এর দক্ষিণ দিনাজপুর জেলার সম্পাদক নারায়ণ বিশ্বাস।
কার্ল মার্কস-এর প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা ঙ্গাপন করেন দলীয় নেতা কর্মীরা। পাশাপাশি এদিন কার্ল মার্কস-র সমন্ধে চলে আলোচনাও।
এদিন কার্ল মার্কস-এর এই জন্মজয়ন্তী উদ্যাপন কর্মসূচী উপলক্ষ্যে সি.পি.আই(এম)-এর জেলা কার্যালয়ে উপস্থিত ছিলেন সি.পি.আই(এম)-এর দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য অমিত সরকার, সি.পি.আই(এম)-এর ১নং এরিয়া কমিটির সম্পাদক অনিমেষ চক্রবর্তী, ডি.ওয়াই.এফ.আই-এর জেলা সম্পাদক সৌরভ মজুমদার, সি.পি.আই(এম) কাউন্সিলার অরিজিত চন্দ সহ দলীয় অন্যান্য নেতা কর্মীরা।
কার্ল মার্কস-এর প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা ঙ্গাপন করেন দলীয় নেতা কর্মীরা। পাশাপাশি এদিন কার্ল মার্কস-র সমন্ধে চলে আলোচনাও।
এদিন কার্ল মার্কস-এর এই জন্মজয়ন্তী উদ্যাপন কর্মসূচী উপলক্ষ্যে সি.পি.আই(এম)-এর জেলা কার্যালয়ে উপস্থিত ছিলেন সি.পি.আই(এম)-এর দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য অমিত সরকার, সি.পি.আই(এম)-এর ১নং এরিয়া কমিটির সম্পাদক অনিমেষ চক্রবর্তী, ডি.ওয়াই.এফ.আই-এর জেলা সম্পাদক সৌরভ মজুমদার, সি.পি.আই(এম) কাউন্সিলার অরিজিত চন্দ সহ দলীয় অন্যান্য নেতা কর্মীরা।

No comments