Header Ads

ড্রোনের সাহায্যে "চা" পৌঁছে যাবে আপনার বাড়ির ছাদে!!#EXCLUSIVE

নজরবন্দি ব্যুরো: রোজ সকালে আলতো ঘুম ঘুম চোখে হাতের কাছে এক কাপ চা এর বিকল্প নেই, আর সেই চা যদি পৌঁছে যায় এক্কেবারে আপনার বাড়ির ছাদে তাহলে কেমন হয়, এবার এটাই সত্যি হতে চলেছেযতই কফি বা অন্য পানীয় আসুক, চায়ের বিকল্প এখনও হয়নি। দশকের পর দশক চা মানুষের মনে রাজ করে চলেছে। অফিস হোক বা টি–পার্টি, সবজায়গাতেই হিট চা।

 

আর এই চা মানুষের কাছে পৌঁছে যাচ্ছে ড্রোনের সাহায্যে। লখনউয়ের এমনই এক সংস্থা নতুন ধরনের এই ড্রোন সৃষ্টি করেছে, যেই ড্রোনটি আপনার বাড়িতে চা ডেলিভার করে দিয়ে আসবে।

লখনউয়ের টেক ইগল সংস্থা ফুড ডেলিভারি ‘‌কাকা’‌র সঙ্গে যৌথভাবে এই পরিকল্পনকরেছে।

 

টেক ইগল একটি ড্রোন তৈরি করেছে যা ১০ কিমি এলাকা পর্যন্ত চা ডেলিভার করবে। এই ড্রোনে ২ লিটার চা ধরার সক্ষমতা রয়েছে বলে জানা গিয়েছে।

 

এই ড্রোনের নির্মাতা বিক্রম সিং বলেন, ‘‌ড্রোনের মধ্যে জিপিএস ইনস্টল করা হয়েছে, যাতে জিপিএসের মাধ্যমে ড্রোনটি ঠিকানা খুঁজে সেখানে ডেলিভারি দিয়ে আসে। কিছু মিনিটের মধ্যেই চা–পৌঁছে যাচ্ছে নির্দিষ্ট জায়গায়। তবে তা এখন শুধুমাত্র লখনউতে সীমাবদ্ধ। চা ছাড়াও অন্য খাবারও এই ড্রোনের মাধ্যমেই গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে যাবে কিছুদিনের মধ্যে। কোনও ডেলিভারি বয় ছাড়াই।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.