Header Ads

নেতাদের বাড়ি আক্রান্ত হলে শীর্ষ নেতার নেতৃত্বে মিছিল! কমরেড,বাড়িটা যদি সাধারণ সমর্থকের হত?

নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার পরে থেকে রাজ্যে তৃণমূলের লাগামহীন সন্ত্রাস চলছে। এমনটাই অভিযোগ সিপিআই(এম) সহ এই রাজ্যের বিরোধী রাজনৈতিক দল গুলির। কিছুদিন আগে এক বাম প্রার্থীর মনোনয়ন পত্র প্রত্যাহারের জন্য চাপ দিতে থাকে রাজ্যের শাসক দল তৃণমূল। আর সেই বাম সমর্থক প্রার্থী পদ প্রত্যাহার না করায়, সিপিআই(এম)এর কেন্দ্রীয় কমিটির সদস্য অমিয় পাত্র'র বাড়িতে হামলা চালায় তৃণমূলের সশস্ত্র দুষ্কৃতী বাহিনী। অভিযোগ এই হামলার সময় দুষ্কৃতিদের সাহায্য করে স্থানীয় থানার পুলিশ। আর এই হামলার প্রতিবাদে আজকে বাঁকুড়ার তালডাংরা গ্রামে প্রতিবাদ মিছিল করে বামেরা। ওই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন সিপিআই(এম)এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। সভার সভাপতিত্ব করেন বাঁকুড়া জেলা সিপিআই(এম)'র সম্পাদক অজিত পতি । কিন্তু প্রশ্ন উঠছে ২০১১ সালে এই রাজ্যে বাম দুর্গের পতনের পরে প্রায় প্রতিটা গ্রামে বা প্রত্যন্ত গ্রামে অত্যাচারীত হতে হয়েছে সাধারন বাম সমর্থকদের। কোথাও আবার সিপিআই(এম) করার অপরাধে তাঁদের আপনজনদের অকালে হারাতে হয়েছে। চোখের সামনে দেখতে হয়েছে তৃণমূলের উন্মত্ত নৃত্য। সেই সময় কোথায় ছিলেন সূর্যকান্ত মিশ্ররা? টিকিও দেখা যায়নি কোন হেভি-ওয়েট সিপিআই(এম) নেতাদের। আর আজ কেন্দ্রীয় কমিটির সদস্য অমিয় পাত্র'র বাড়িতে হামলার ঘটনার প্রতিবাদে শামিল বাম নেতৃত্বরা। রাজ্যে পাড়ায় পাড়ায় অলিতে গলিতে সিপিআইএমের 'কমরেড' রা আক্রান্ত হয়েছেন, বহু কমরেড, সমর্থকদের বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। তখন কেন রাজ্য নেতারা সেখানে গিয়ে মিছিল করেন নি প্রশ্ন তুলেছেন এক বাম সমর্থক। রাজ্য জুড়ে গেরুয়া বৃদ্ধি আসলে আর কিছুই নয়, লাল সমর্থকদের মাথায় নিরাপত্তার ছাদ দিতে পারেননি লাল নেতারা! পাশেও দাঁড়াননি। আর এই চরম সুবিধাবাদী নীতির সুযোগ নিয়ে এই রাজ্যে বাড়ছে গেরুয়া। এভাবেই কি চলবে পার্টিটা? বড্ড ভালবাসি লাল ঝান্ডাকে... নিজেদের গোঁ ছেড়ে কবে বুঝবেন নেতারা? প্রশ্ন তুলছেন জীর্ণ শরীরে লালঝাণ্ডা কাঁধে নিয়ে লাল মাটির রাস্তার বাঁকে দাঁড়িয়ে থাকা এক বাম সমর্থক।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.