Header Ads

প্রখর গরমে স্বস্তির জোড়া বার্তা শোনালো হাওয়া মোরগ!

নজরবন্দি ব্যুরোঃ গত শনিবারের পর আর ঝড়বৃষ্টি সেভাবে হয়নি রাজ্যে। তাপমাত্রার পারদ ক্রমশ চড়ছে। হাঁসফাস অবস্থা রাজ্যবাসীর। এর মধ্যে সুখবর শোনালো আবহাওয়া অফিস।

আজ বিকেল অথবা দিকে কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। পূর্ব বিহার সংলগ্ন অঞ্চলের একটি ঘূর্নাবর্তের জেরে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর জেরেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

সেই সাথে আরও একটি সুখবর দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। হাওয়া অফিস সূত্রে খবর, চলতি বছরে জুনের মাঝামাঝি অর্থাৎ সঠিক সময়েই রাজ্যে বর্ষা ঢুকে যাওয়ার কথা। আগামি তিন চার দিনের মধ্যেই আন্দামানে বর্ষা প্রবেশ করবে। সেই হিসেব মতো জুনের মাঝামাঝিতে বর্ষা আসছে পশ্চিমবঙ্গে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.