Header Ads

এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী রইল বিশ্বভারতী!

নজরবন্দি ব্যুরোঃ বেলা সাড়ে ১০টা, রবিঠাকুরের ভূমিতে পা রাখলেন আচার্য মোদী।তার আগেই উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সব রকম রাজনৈতিক মতানৈক্যের উর্ধ্বে এক অনন্য দৃশ্যের সাক্ষী থাকলেন রাজ্যবাসী। পঞ্চায়েত নির্বাচনের পর এই প্রথম সাক্ষাৎ মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রীর। একবারে এক অরাজনৈতিক অনুষ্ঠানে। উত্তরীয় পরিয়ে তাঁদের বরণ করলেন বিশ্বভারতীর উপাচার্য সবুজকলি সেন। সমাবর্তন অনুষ্ঠান শুরু হওয়ার আগে ভিডিটার্স বুকে নিজের মনের কথা লেখেন আচার্য প্রধান মন্ত্রী মোদী। উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়েই এরপর শুরু হয় সমাবর্তন অনুষ্ঠান।

মঞ্চে উপস্থিত 'আচার্য' নরেন্দ্র মোদী, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রা্জ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী, বিশ্বভারতীর উপাচার্য সবুজকলি সেন। বিশ্বভারতীর কয়েক হাজার ছাত্রছাত্রীর সামনে সত্যি তৈরি হোল এক ঐতিহাসিক মুহূর্ত। যা সচারঅচার বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তৈরি হয়না।




ছবিঃ ২৪ ঘণ্টা।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.