Header Ads

এবার রাজ্যের শিক্ষায় বরাদ্দে আসছে নতুন নিয়ম!

নজরবন্দি ব্যুরো: শিক্ষাক্ষেত্র কেন্দ্রের সাহায্য পেতে গেলে দেখাতে হবে ভাল ফল। আর তা না হলে হারাতে হতে পারে কেন্দ্রের অনুদান। সমগ্র শিক্ষা অভিযান নামে একটি সার্বিক প্রকল্প শুরু করার পরে রাজ্য গুলিকে সতর্ক করলেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর।


সর্বশিক্ষা অভিযান, রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, শিক্ষক প্রশিক্ষণ এই তিনটি প্রকল্পকে এক করে নতুন একটি প্রকল্প শুরু করল কেন্দ্র। জাভড়েকরের কথায়, " প্রতিটি রাজ্য কেমন ফল করছে তার উপর ভিত্তি করে সাহায্য করা হবে।"

আর এর জন্য প্রতিটি স্কুলে শিক্ষকের উপস্থিতি, রাজ্যের প্রধান শিক্ষকদের জন্য আলাদা ক্যাডার আছে কিনা, তা খতিয়ে দেখা হবে। স্কুলে ছেলে ও মেয়েদের যেমন অনুপাত, পরিকাঠামো যেমন দেখা হবে, তেমনি বছর শেষে কেমন শিখলো পড়ুয়ারা তা দেখা হবে। যে রাজ্য যত বেশি ভাল ফল করবে তাকে ততো বেশি অনুদান দেওয়া হবে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.