Header Ads

রাজনীতির মাস্টারমাইন্ড দের উপস্থিতিতে কর্ণাটক মসনদে আজ কুমারস্বামী।

নজরবন্দি ব্যুরো: কর্নাটকের মসনদে আজ বুধবার শপথ নেবেন এইচ ডি কুমারস্বামী। বিকেল চারটে নাগাদ শুরু হবে শপথগ্রহণ অনুষ্ঠান। কর্নাটকের কংগ্রেস সভাপতি জি পরমেশ্বর শপথ নেবেন উপ মুখ্যমন্ত্রী পদে। তবে বাকি ক্যাবিনেট মন্ত্রীদের শপথগ্রহণ আজ হচ্ছে না।

 

কুমারস্বামী এবং জি পরমেশ্বরকে আজ শপথবাক্য পাঠ করাবেন কর্নাটকের রাজ্যপাল বাজুভাই বালা।আর স্পিকার হবেন কে আর রমেশ কুমার। কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল জানিয়েছেন এদিন শপথ গ্রহন পর্বে স্পিকার এর দায়িত্ব সামলাবেন কে আর রমেশ কুমার। জানা গেছে মন্ত্রিসভায় কংগ্রেসের থেকে মন্ত্রী হবেন ২২ জন। জেডি (‌এস)‌ থেকে মন্ত্রী হবেন ১২ জন।

 

শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এছাড়া থাকবেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, অখিলেশ যাদব, শারদ পাওয়ার, সীতারাম ইয়েচুরির মতো নেতা–নেত্রীরা। হাজির থাকবেন অরবিন্দ কেজরিওয়াল, পিনারাই বিজয়ন, চন্দ্রবাবু নাইডু।

সর্বোপরি রাজনীতির মাস্টার মাইন্ড দের উপস্থিতিতে চলবে এই অনুষ্ঠান।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.