Header Ads

১ লাখ ছেলেমেয়ের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে পথ চলা শুরু ব্রিটিশ কাউন্সিল গার্ডেনের

শুভব্রত মুখার্জি,নজরবন্দিঃ ভারতে ব্রিটিশ কাউন্সিলের ৭০ তম বর্ষের উদযাপনের লক্ষ্যে ভারত এবং ব্রিটিশদের ক্রিকেটের প্রতি ভালবাসার কথা মাথায় রেখে আরএইচএসফ্লাওয়ার শো'য়ে যাত্রা শুরু করল এক অভিনব "ক্রিকেট থিম" স্কুল ব্রিটিশ কাউন্সিল গার্ডেন।

ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে পীরামল ,জেএসডব্লু ,টিসিএস,ডঃ:ফেরোজা গোদরেজ,লিনা তিওয়ারি,গীতা পীরামল এবং মফতলাল গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগে এই স্কুলটি গড়ে তোলা হয়েছে। ৯ বারের চেলসি স্বর্ণপদক জয়ী সারাহ এবেরলে এই স্কুলকে তার চিন্তাভাবনার মাধ্যমে সাজিয়ে তুলেছেন। ক্রিকেট এবং ২০১৮ সালের জানুয়ারিতে জয়পুরে এসে সেখানকার শিল্পীদের দ্বারা অনুপ্রাণিত হয়ে কাউন্সিল গার্ডেনে যেমন রাখা হয়েছে ৩মিটার উঁচু কাঠের উইকেট, ক্রিকেটে বল প্ল্যান্টার্স,তেমন স্কুলের দেওয়াল সেজেছে লাপিস লাজুলী এবং মূল্যবান পাথরের দ্বারা। গার্ডেনের "হাইলাইটস" বলা যেতে পারে পিয়েত্রা দুরাকে। কলকাতা, মুম্বাই, দিল্লির বুকে ক্রিকেট খেলায় মত্ত ভারতীয় শিশুদের ছবি শোভা পেয়েছে গার্ডেনের সাজসজ্জায়।

চেলসিকে "প্রস্তুত" করার ১৯ দিনে ২ ভারতীয় ল্যান্ডস্কেপ আর্কিটেকচারের ছাত্রকে ব্রিটিশ কাউন্সিল থেকে ফান্ডিং করে চেলসিতে নিয়ে আসা হয়। ব্রিটিশ কাউন্সিল ইন্ডিয়ার ডাইরেক্টর অ্যালান গেমেল ওব জানান " ভারতে ব্রিটিশ কাউন্সিলের ৭০ বছর সেলিব্রেট করতে চেলসিতে ব্রিটিশ কাউন্সিল গার্ডেনের পথ চলা শুরু হওয়া এক অসাধারণ উদ্যোগ।১০-১২ বছরের ১লাখ ছেলেমেয়ের জীবনে চিন্তাভাবনার পরিবর্তন ঘটিয়ে ক্রিকেট,নৃত্যকলার মধ্য দিয়ে অভিনব উপায়ে "সবুজের" মাঝে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তোলার মন্ত্রে ব্রতী ব্রিটিশ কাউন্সিল গার্ডেন"।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.