Header Ads

আরও একবার দেশের ক্রীড়া মানচিত্রে জায়গা করে নিল কাশ্মীর।

নজরবন্দি ব্যুরোঃ আরও একবার দেশের ক্রীড়া মানচিত্রে জায়গা করে নিল কাশ্মীর। জম্মু ও কাশ্মীরের প্রথম ক্লাব হিসাবে আই লিগে খেলার যোগ্যতা অর্জন করল রিয়াল কাশ্মীর এফসি। দ্বিতীয় ডিভিশন আই লিগে দিল্লির হিন্দুস্তান এফসিকে হারিয়ে আই লিগে কোয়ালিফাই করল তারা।

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি প্রফুল্ল প্যাটেল ইতিহাস সৃষ্টির জন্য কাশ্মীরের এই ক্লাবকে অভিনন্দন জানিয়েছেন।তিনি বলেছেন, 'আশা করি ওদের এই সাফল্য উপত্যকা অঞ্চলের যুবসমাজকে ফুটবল খেলতে উদ্বুদ্ধ করবে। আই লিগে কাশ্মীরের অন্তর্ভুক্তি টুর্নামেন্টকে আকর্ষণীয় করে তুলবে।'
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.