Header Ads

ভরা যৌবনে ১২ হাজার ভোট কমলো বিজেপির।

নজরবন্দি ব্যুরো: আর এস এস ও বিজেপি বুঝতে পারেনি তাদের এমন নাস্তানাবুদ হতে হবে।চেঙ্গান্নুর বিধাসভা কেন্দ্রের উপনির্বাচন বামফ্রন্টকে পরাস্ত করতে ত্রিপুরা থেকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল বিজেপির নতুন মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেবকে।

প্রচারে গিয়ে নির্বাচনী বিধি শিকেয় তুলে আর্থিক অনুদানের কথাও ঘোষণা করে দেন বিপ্লব বাবু। কিন্তু তার সেই প্রলোভন যে মানুষ ভাল ভাবে নেয়নি তা নির্বাচনের ফল ঘোষণার পরে স্পষ্ট হয়ে যায়।গত ২০১৬ কেরল বিধানসভা নির্বাচনে চেঙ্গান্নুরের সিপিআই(এম) প্রার্থী প্রাপ্য ভোট ছিল ৫২,৮৮০টি। এ বার তাঁর ভোট বেড়ে হয়েছে ৫৭,৪০৪টি।আর এই ফলাফলে বিজেপি ও আর এস এস যে বেশ হতাশ তা তাদের কথা থেকেই স্পষ্ট।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.