অন্য দলের সাথে সমঝোতা করলে বহিষ্কার, হুঁশিয়ারি সূর্যের।
নজরবন্দি ব্যুরোঃ পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের বেশ কয়েকটি জায়গায় সিপিআইএম ও বিজেপি জোট বেঁধে লড়ছেন। নির্দলকে সমর্থন করে একসঙ্গে দেওয়ালও লিখেছেন। তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিকমহলে চর্চা শুরু হয়েছে। আর ঠিক এই ব্যাপারে নিজেদের অবস্থান পরিস্কার করলেন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। গতকাল এক সাংবাদিক বৈঠক থেকে সূর্যকান্তবাবু বলেন, রাজ্যে তৃণমূল ও দেশে বিজেপি-ই তাঁদের শত্রু। রাজ্যে তাঁদের একটাই স্লোগান, তৃণমূল হটাও বাংলা বাঁচাও। আর দেশে, BJP হটাও দেশ বাঁচাও। দেশের সংবিধান, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতার উপর বিজেপি আঘাত হানছে বলে তাঁর অভিযোগ। আর রাজ্যে আর এস এস- এর মতো সংগঠনের বিস্তারে সাহায্য করছে তৃণমূল। তাই তাঁদের সঙ্গে সমঝোতার কোনও প্রশ্নই নেই বলে মন্তব্য করেন তিনি। বলেন, কেউ যদি শত্রুপক্ষের সঙ্গে জোট করেন তাহলে দলের গঠনতন্ত্র অনুযায়ী তাঁকে বা তাঁদের সরাসরি বহিষ্কার করা হবে। রাজনৈতিক মতাদর্শের সঙ্গে কোনওরকম আপস করা হবে না বলেও মন্তব্য করেন । তিনি আরও বলেন, “আগেও বলেছি এখনও বলছি যেখানে আমাদের প্রার্থী থাকবে না সেখানে তৃণমূল ও বিজেপি-র বিরুদ্ধে লড়াই দিতে পারবে এমন ধর্মনিরপেক্ষ দল বা নির্দল প্রার্থীকে ভোট দেবে বামেরা।”
কোন মন্তব্য নেই