কেষ্টর গড় কি অক্ষত থাকবে? খেলা জমিয়ে দিলো আদালতের রায়।
নজরবন্দি ব্যুরো: লাল মাটির রাস্তায় উন্নয়নকে দাঁড় করিয়ে জিতে গিয়েছিলেন তিনি। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আসার আগে থেকে সবুজ আবিরে ঢেকে যায় লাল মাটির জেলা। মোটামুটি গণতন্ত্রের করস্থলের উপর দিয়ে ‘উন্নয়ন’-র বুলডোজার চলিয়ে ছিল বীরভূমের মুখ্যমন্ত্রী অনুব্রত মণ্ডল। জেলা পরিষদের ৪২ টি আসনের মধ্যে মাত্র একটি আসনে বিজেপি প্রার্থী থাকলেও পরে তাঁকেও উন্নয়নে সামিল করিয়ে ছিলেন তিনি। ভোটের আগেই ঘাস-ফুল ফুটে যায় বীরভূমের লাল মাটিতে। কিন্তু শেষ রক্ষা হল কই!! মঙ্গলবার হাইকোর্ট কমিশনকে সিপিআই(এম)-এর ই-নমিনেশন জমা নেওয়ার নির্দেশ দিলে দেখা যায় বীরভূমের জেলা পরিষদে অন্তত ২০টি আসনে প্রার্থী থাকবে বামেদের। তৃণমূলের তরফে সরকারি ভাবে কোনও প্রতিক্রিয়া না পাওয়া গেলেও, আধিকাংশ তৃণমূল নেতা মনে করেন, বীরভূমে কেষ্ট’র মাটিতে বিশেষ সুবিধে করতে পারবে না বামেরা। মনোনয়নকে কেন্দ্র করে একাধিকবার অশান্ত হয়েছে বীরভূম জেলা। প্রাক্তন সাংসদ রামচন্দ্র ডোমকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। এখানেও অভিযোগর তির উন্নয়নের দিকে। আর আদালতের রায়ের ফলে বীরভূমের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে বাঁক নেয় সেদিকেই চোখ রাজনৈতিক মহলের।
কোন মন্তব্য নেই