Header Ads

"ঘেউ ঘেউ" এখন অতীত! মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই ডিএ নিয়ে জোর জল্পনা - বিতর্ক!

নজরবন্দি ব্যুরো: রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে মহার্ঘ ভাতা নিয়ে ক্ষোভ অনেকদিনের। এবার মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে কিছুটা স্বস্তিতে রাজ্য সরকারী কর্মচারীরা।

সোমবারের মুখ্যমন্ত্রীর ঘোষণায় দুটো সম্ভাবনা উঠে আসছে।

১. আগামী অক্টোবরে কি রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়তে পারে?
২. রাজ্য সরকারি কর্মচারীদের কি বেতন বাড়াবে রাজ্য সরকার?

গত কাল নজরুল মঞ্চে বঙ্গ-সম্মান প্রদানের অনুষ্ঠান থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘‘ রাজ্য সরকারি কর্মীদের প্রতি আমাদের যে প্রতিশ্রুতি দেওয়া রয়েছে, তা পালন করব। পুজোর আগে ওটা হয়ে যাবে।’’

এই একই মঞ্চ থেকে সিভিক ভলান্টিয়ার, আশা ও আইসিডিসি কর্মীদের ভাতা বাড়ানোর কথা এই মঞ্চ থেকেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য এই নজরুল মঞ্চথেকেই একদা মুখ্যমন্ত্রী রাজ্য সরকারী কর্মীদের উদ্দেশ্যে বলেছিলেন "অযথা ঘেউ ঘেউ করবেন না!"

আপাতত রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মুখ্যমন্ত্রীর এই ঘোষণা নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে। অন্যদিকে সূত্র বলছে জানুয়ারি মাসের ডিএ ঘোষণা হতে পারে পুজোর আগে!
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.