Header Ads

অবশেষে ধরা দিচ্ছে সৌভাগ্য! চলতি বছর থেকেই রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত বেতন!

নজরবন্দি ব্যুরোঃ অবশেষে সৌভাগ্য ধরা দিতে চলেছে সরকারি কর্মচারীদের কাছে। চলতি বছরের নভেম্বরের মধ্যেই রাজ্যের সরকারি কর্মীদের প্রস্তাবিত বর্ধিত বেতন নিয়ে সুপারিশ করতে চায় কমিশন।
রাজ্যে ষষ্ঠ বেতন কমিশন অনুসারে বর্ধিত বেতন সুপারিশের মেয়াদ ফুরোবে ২০১৮ সালের নভেম্বরে। তার আগেই বর্ধিত বেতন সুপারিশের নির্দেশ দিয়েছেন সংস্থার কর্তারা। হিংসার নির্বাচনে গনতন্ত্রের গনহত্যা! হতভাগ্য শিক্ষকের প্রান ফেরাবে কে?কেন্দ্রের সপ্তম বেতন কমিশনকে অনুসরণ করেই ষষ্ঠ বেতন কমিশন কার্যকর করা হবে। এক্ষেত্রে বেতন বৃদ্ধির হার কেন্দ্রীয় হারে হবে বলেই মনে করছেন বেতন কমিশনের কর্তাদের একটা বড় অংশ।

রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বর্তমানে ১০০ শতাংশ। ফলে নিয়ম অনুযায়ী, ডিএ ১০০ শতাংশ ছুঁলে পরবর্তী বেতন কমিশনে শূন্য থেকে আবার ডিএ-র হার গণনা শুরু হয়। কিন্তু ডিএ ১০০ শতাংশ হলেও এই মুহূর্তে রাজ্যের কর্মীদের বকেয়া ডিএ ৪২ শতাংশ। এই বকেয়ার কি হবে ষষ্ঠ বেতন কমিশন চালু হলে, এই নিয়ে চিন্তায় সরকারি কর্মীরা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.