কিউবায় ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত ১০০।
নজরবন্দি ব্যুরোঃ কিউবায় বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন ১০০ জন যাত্রী। গতকাল স্যান্টিয়াগো ডি লাস ভেগাসে এই ভয়াবহ বিমান দুর্ঘটনাটি ঘটে।
গতকাল জোসে মার্টি থেকে বোয়িং ৭০৭ বিমানটি টেক অফ করার পর দুপুর ১২টা নাগাদ হলগুইনের ইস্টার্ন কিউবান সিটির কাছে পৌঁছে বিমানের ইঞ্জিনে গন্ডগোল দেখা দেয়। এরপরেই সান্টিয়াগো লাস ভেগাসের কৃষিজমিতে ভেঙে পড়ে বিমানটি।
বিমানে মোট ১০৪ জন ছিলেন। এদের মধ্যে ১০০ জন মৃত। ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থান পরিদর্শনে গেছেন কিউবার রাষ্ট্রপতি মিগুয়েল দিয়াজ কেনেল।
গতকাল জোসে মার্টি থেকে বোয়িং ৭০৭ বিমানটি টেক অফ করার পর দুপুর ১২টা নাগাদ হলগুইনের ইস্টার্ন কিউবান সিটির কাছে পৌঁছে বিমানের ইঞ্জিনে গন্ডগোল দেখা দেয়। এরপরেই সান্টিয়াগো লাস ভেগাসের কৃষিজমিতে ভেঙে পড়ে বিমানটি।
বিমানে মোট ১০৪ জন ছিলেন। এদের মধ্যে ১০০ জন মৃত। ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থান পরিদর্শনে গেছেন কিউবার রাষ্ট্রপতি মিগুয়েল দিয়াজ কেনেল।
No comments