Header Ads

প্রকাশিত হল সিবিএসই দশম শ্রেণীর রেজাল্ট!! দেখুন একঝলকে।

নজরবন্দি ব্যুরো: প্রকাশিত হল সিবিএসই দশম শ্রেণির পরীক্ষার ফলাফল। এবছর মোট ১৬ লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। তার মধ্যে পাশের হার ৮৬.‌৭ শতাংশ।আবারও মেয়েদের জয়জয়কার, ছেলেদের তুলনায় মেয়েদের ফল অপেক্ষাকৃত ভালো। ৮৮.‌৬৭ শতাংশ মেয়ে পাস করেছে। সেখানে ছেলেদের পাসের হার ৮৫.‌৩২ শতাংশ। ৫০০ নম্বরের মধ্যে ৪৯৯ নম্বর পেয়ে শীর্ষস্থান অধিকার করেছে একসঙ্গে চার পরীক্ষার্থী।

গুরুগ্রাম ডিপিএসের প্রখর মিত্তল,

বীজনৌরের আরপি পাবলিক স্কুলের রিমঝিম আগরওয়াল,

শামলির স্কটিশ ইন্টারন্যাশনাল স্কুলের নন্দিনী গর্গ এবং

কোচির ভবনস বিদ্যালয়ের শ্রীলক্ষ্মী জি। 

২৭,৫০০ জন ছাত্রছাত্রী ৯৫ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছে। ১,৩২,০০০ জন ছাত্রছাত্রী ৯০ শতাংশ নম্বর পেয়েছেন। পাসের হারে সবচেয়ে এগিয়ে তিরুঅনন্তপূরম (‌৯৯.‌৬০)‌। দ্বিতীয় স্থানে রয়েছে চেন্নাই(‌৯৭.‌৩৭)‌ এবং আজমেড়(‌৯১.‌৮৬ শতাংশ)‌।

 

সিবিএসই–র ওয়েবসাইট www.cbse.nic.in–এ রোলনম্বর দিলেই পরীক্ষার্থীরা তাঁদের ফলাফল জানতে পারবেন।
প্রসঙ্গত, পূর্বনির্ধারিত সময়ের বেশ কয়েকঘণ্টা আগেই ফলাফল প্রকাশ করল সিবিএসই বোর্ড।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.