ভাগাড়কাণ্ডে তদন্তভার হাতে নিল সিআইডি।
নজরবন্দি ব্যুরোঃ বজবজ থানার পুলিশের কাছ থেকে এবার ভাগার কাণ্ডের তদন্তভার নিল সি আই ডি।অন্যদিকে পচা মাংসের কারবার রুখতে জেলায় জেলায় চলছে তল্লাসি অভিযান। গত কাল রাজপুর-সোনারপুরের বিভিন্ন বাজারে অভিযানে নামে পুরসভা। মাংস ও মাছের দোকান, বিভিন্ন রেস্তোরায় অভিযান চালানো হয়। নমুনা সংগ্রহ করেন আধিকারিকরা। উদ্ধার হয় ফ্রিজে রাখা বহুদিনের বাসি ভাত, বিরিয়ানি এবং মাংসের বিভিন্ন পদ। অপর দিকে উত্তর বঙ্গের জলপাইগুড়ি জেলার পুরসভা ও পুলিসও। বিভিন্ন রেস্তোরাঁর পাশাপাশি অভিযান হয় প্যাকেটজাত মাংসের দোকানেও। দেশবন্ধুপাড়ার নামী মাংসের দোকান থেকে বাজেয়াপ্ত করা হয় প্রচুর পরিমাণে মেয়াদ উত্তীর্ণ মাংস ও পনির।
কোন মন্তব্য নেই