মুকুল পুত্র শুভ্রাংশু রায় থাকছেন তৃণমূলেই? নাকি বদলাবেন শিবির? উত্তর মিললো সাংবাদিক বৈঠকে।
নজরবন্দি ব্যুরোঃ তৃণমূল ছেড়ে বিজেপি শিবিরে নাম লিখিয়েছেন মুকুল রায়। শিবির বদলের পর তৃণমূলের বিরুদ্ধে একের পর দুর্নীতির অভিযোগ তুলেছেন মুকুল। এসব ঘটনার জেরে বারবার উঠে এসেছে একটা প্রশ্ন। মুকুল রায়ের পুত্র তৃণমূলের বিধায়ক শুভ্রাংশু রায়ও কি যোগ দেবেন বিজেপিতে? নাকি ঘাসফুলের অন্যতম যোদ্ধ হিসেবে লড়ে যাবেন রাজনৈতিক লড়াই? এসব প্রশ্নের সমধান মিললো খোদ শুভ্রাংশু রায়ের বক্তব্যে।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হন শুভ্রাংশু রায়। পঞ্চায়েত নির্বাচন নিয়ে বলতে গিয়ে তিনি কড়া ভাষায় সমালোচনা করেন মুকুল রায়ের। বলেন, স্মার্টফোনের টোপ দিয়ে রাজ্যবাসীর মন জয় করা যায় না। শুভ্রাংশু আরও বলেন, "বাংলার মানুষ উন্নয়নের সাথে। যারা বাংলাকে শ্মশান বানিয়ে দেওয়ার হুমকি দেয়, রাজ্যের মানুষ কখনো তাদের ভোট দিয়ে জয়ী করবেন না।"
মুকুল পুত্রের এহেন বক্তব্যের পর স্পষ্ট হয়, তৃণমূল ছেড়ে বাবার দল অর্থাৎ গেরুয়া শিবিরে যোগ দেওয়ার কোনো সম্ভাবনাই নেই তাঁর। তিনি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত যোদ্ধা, একথাও পরিষ্কার শুভ্রাংশুর এদিনের বক্তব্যে।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হন শুভ্রাংশু রায়। পঞ্চায়েত নির্বাচন নিয়ে বলতে গিয়ে তিনি কড়া ভাষায় সমালোচনা করেন মুকুল রায়ের। বলেন, স্মার্টফোনের টোপ দিয়ে রাজ্যবাসীর মন জয় করা যায় না। শুভ্রাংশু আরও বলেন, "বাংলার মানুষ উন্নয়নের সাথে। যারা বাংলাকে শ্মশান বানিয়ে দেওয়ার হুমকি দেয়, রাজ্যের মানুষ কখনো তাদের ভোট দিয়ে জয়ী করবেন না।"
মুকুল পুত্রের এহেন বক্তব্যের পর স্পষ্ট হয়, তৃণমূল ছেড়ে বাবার দল অর্থাৎ গেরুয়া শিবিরে যোগ দেওয়ার কোনো সম্ভাবনাই নেই তাঁর। তিনি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত যোদ্ধা, একথাও পরিষ্কার শুভ্রাংশুর এদিনের বক্তব্যে।
কোন মন্তব্য নেই