পঞ্চায়েত ভোট আসবে যাবে কিন্তু এই সাম্প্রদায়িকতার বাংলা চাই না বললেন বিমান বোস
নজরবন্দি,আকাশ সেনগুপ্ত: রাজ্য নির্বাচন কমিশন যদি চায় তাহলে ১৪ই মে হবে নির্বাচন জানিয়ে দিলো কোলকাতা হাইকোর্ট ! আর তার পরেই রাজ্য বামফ্রন্ট এর নেতা বিমান বোস তীব্র প্রতিক্রিয়া জানালেন কোলকাতা প্রেস ক্লাব এ মিট দা প্রেস অনুষ্ঠান এ।ব গ্রাম বাংলা কে ভোট এর দিন রক্তস্নাত হতে হবে বলে বিমান বোস দাবি করেন !তিনি বলেন আদালত যদি নির্বাচন কমিশন এর উপর ভরসা রাখে এবং কমিশন যদি একদফাতেই ভোট করাতে চায় তাহলে তাই হবে । কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা আয়োজন না করে যে ভাবে ভোট করার চেষ্টা তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিমান বোস! উনি বলেন রক্তাত্ব নির্বাচন হবে পরিসংখ্যান বলছে ভোটের দিন বুথ পিছু একজন করে পুলিশ দেওয়ার ক্ষমতা রাজ্যের নেই।
বিমান বোস বলেন কোন বাম কর্মী সমর্থক তৃণমূল বা বিজেপি কে ভোট দেবেন না প্রয়োজন এ কোন ভোট পাগল কে ভোট দিন গ্রাম বাংলা তে এমন অনেক লোক আছে যারা কোন দলের প্রার্থী নয় নির্দল তাদের ই ভোট দিন । তিনি একথা ও বলেন যেখানেই রাম বাম জোট হয়েছে সেখানে নিদির্ষ্ট ভাবে বামফ্রন্ট এর লোক দের শাস্তি দেওয়া হবে ।
বিমান বোস বলেন কোন বাম কর্মী সমর্থক তৃণমূল বা বিজেপি কে ভোট দেবেন না প্রয়োজন এ কোন ভোট পাগল কে ভোট দিন গ্রাম বাংলা তে এমন অনেক লোক আছে যারা কোন দলের প্রার্থী নয় নির্দল তাদের ই ভোট দিন । তিনি একথা ও বলেন যেখানেই রাম বাম জোট হয়েছে সেখানে নিদির্ষ্ট ভাবে বামফ্রন্ট এর লোক দের শাস্তি দেওয়া হবে ।
No comments