আরাবুল কে গ্রেফতার করার নির্দেশ মুখ্যমন্ত্রীর।
আকাশ সেনগুপ্ত :ভাঙড় এর প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম কে গ্রেফতার এর নির্দেশ দিলেন খোদ মুখ্যমন্ত্রী!
আজ পঞ্চায়েত নির্বাচন ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙ্গর ওই এলাকায় এক নির্দল প্রার্থীর সমর্থক কে গুলি করে খুন করা হয় ! আভিযোগ ভাঙড় এর নির্দল প্রার্থীর সমর্থনে মিছিলে হামলা চালানো হয় বোমাবাজি করা হয় সেখানেই গুলিবিদ্ধ হন হাফিজুল মোল্লা !
এই ঘটনায় আরাবুল এর দিকে অভিযোগ ওঠে!এর তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় জনমানসে!এর পরেই মুখ্যমন্ত্রী আরাবুল এর গ্রেফতারির নির্দেশ জারি করেন
আজ পঞ্চায়েত নির্বাচন ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙ্গর ওই এলাকায় এক নির্দল প্রার্থীর সমর্থক কে গুলি করে খুন করা হয় ! আভিযোগ ভাঙড় এর নির্দল প্রার্থীর সমর্থনে মিছিলে হামলা চালানো হয় বোমাবাজি করা হয় সেখানেই গুলিবিদ্ধ হন হাফিজুল মোল্লা !
এই ঘটনায় আরাবুল এর দিকে অভিযোগ ওঠে!এর তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় জনমানসে!এর পরেই মুখ্যমন্ত্রী আরাবুল এর গ্রেফতারির নির্দেশ জারি করেন
No comments