আবার উত্তপ্ত ভাঙর। অভিযোগের তির আরাবুলের দিকে।
নজরবন্দি ব্যুরো: আরাবুলের দাক্ষিণ্যে অনেকদিন ধরে প্রচারের আলোতে আছে দক্ষিণ ২৪ পরগণা জেলার ভাঙর। জানা গিয়েছে, আরাবুল বাহিনীর তান্ডব লীলায় আবার উত্তপ্ত ভাঙরের একাধিক এলাকা। অভিযোগ, ওই এলাকার নির্দল প্রার্থীর মিছিলে বোমা বন্দুক নিয়ে হামলা চালায় আরাবুল ও তার বাহিনীর লোকজন। অসমর্থিত সূত্রের খবর, ঘটনাস্থলেই মৃত্যু হয় নির্দল প্রার্থীর। আহত একাধিক। এলাকায় ব্যাপক উত্তেজনা।
ছবিটি পুরনো ফাইল থেকে নেওয়া।
ছবিটি পুরনো ফাইল থেকে নেওয়া।
No comments