Header Ads

কর্নাটকে খেলা শেষ। বিজেপির দুই দিনের মুখ্যমন্ত্রী চললেন পদত্যাগ করতে।

নজরবন্দি ব্যুরো: সকাল থেকেই ব্যাপক উত্তেজনা নিয়ে শুরু হয়ে ছিল কর্ণাটক বিধানসভা অধিবেশন। আর সেই উত্তেজনাকে নিয়েই শুরু হয়ে গেল কর্ণাটক ফ্লোর টেস্ট।

ফাইনাল কাউন্ট-ডাউন শেষ। ফ্লোর-টেস্টের লক্ষে শুরু হল বিধানসভার অধিবেশন। সংখ্যা গরিষ্ঠতা প্রমাণের ঠিক আগে বিধানসভায় বক্তব্য রাখেন বিজেপি-র বিএস ইয়েদুরাপ্পা। আজ তাঁকে ও তাঁর পার্টিকে কর্ণাটক বিধানসভাতে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। অপরদিকে, কর্ণাটকে সরকার গড়ার বিষয়ে আসাবাদী কংগ্রেস ও জেডিএস শিবির বেশ কনফিডেন্ড। এরি মধ্যে নিখোঁজ কংগ্রেস বিধায়ক আনন্দসিংকে নিয়ে বেশ উত্তপ্ত হয়ে উঠেছিল কন্নড় রাজনীতি।

কিন্তু আস্থা ভোটের আগে তাঁকেও দেখা যায় বিধানসভায়। সকালেই ইয়েদুরাপ্পা, সিদ্দারামাইয়াদের শপথ নেওয়ার ছবি দেখা গিয়েছে। কিন্তু, বিধানসভাতে সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ ইয়েদুরাপ্পা। পদত্যাগ করতে যাচ্ছেন রাজ্যপালের কাছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.