Header Ads

আরও রঙিন হতে চলেছে রাজ্যের নার্স রা।

রাজ্যে নার্স রা হতে চলেছে আরো রঙিন।হ্যাঁ, তাদের পোশাকে আসছে আমূল পরিবর্তন। সাদা পোশাকের বদলে করা হবে রঙিন পোশাক। মাথায় সাদা টুপির বদলে ব্যবহার হবে কালো রিবন। স্কার্ট উঠে গিয়ে শার্ট–প্যান্ট চালু হতে পারে ছাত্রী দের। অনেকদিন ধরেই বিভিন্ন নার্সিং সংগঠনের পক্ষ থেকে এই আবেদনগুলি জানানো হয়েছিল স্বাস্থ্য দপ্তরে। এবার সেই আবেদনে সিলমোহর পড়ার অপেক্ষা শুধু মাত্র।

 

স্বাস্থ্য দপ্তরের শীর্ষকর্তারা জানান, ফাইল নবান্ন থেকে চূড়ান্ত অনুমোদন পেলে পরিবর্তিত নিয়ম চালু হয়ে যাবে। ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিনকে স্মরণ করে ১২ মে গোটা বিশ্বজুড়ে পালন করা হয় আন্তর্জাতিক নার্স দিবস। সেই উপলক্ষে শনিবার এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ট্রেনড নার্সেস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (‌টিএনএআই)‌ আয়োজন করে এক অনুষ্ঠান।

সেখানে যুগ্ম স্বাস্থ্য অধিকর্তা (‌নার্সিং বিভাগ)‌ মাধবী দাসকে এ প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে বলেন, ‘‌সাদা পোশাক পরিবর্তনের প্রস্তাব অনেকদিন ধরেই দিয়েছে। এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কাজ করার ক্ষেত্রে যেটা সুবিধেজনক তা দেখা হবে।’‌

 

প্রোগ্রেসিভ ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডাঃ নির্মল মাজি বলেন, 'অনেকদিন আগেই আবেদন জানিয়েছি। এবার সেটাই দ্রুত কার্যকরী করা যায় কীভাবে, তা দেখা হচ্ছে।’

টিএনএআই–র পক্ষ থেকে জানানো হয়, সাদা পোশাক নিয়মিত পরিষ্কার–পরিচ্ছন্ন রাখা মুশকিল। ওয়ার্ডে অনেক সময় রোগীদের রক্ত লেগে দাগ হয়ে যায়। এছাড়াও টুপি রোজ পরিষ্কার রাখা হয়ে ওঠে না। কাজ করতেও সমস্যা হয়। এখন শাড়ি–সালোয়ার কামিজ দুটোই চালু রয়েছে। কিন্তু শাড়িতে দৌড়ঝাঁপ করে কাজ করতে প্রচুর অসুবিধে হয়। তাই শাড়ির বদলে বেসরকারি হাসপাতালের ধাঁচে শার্ট–প্যান্ট অর্থাৎ স্ক্রাবস্যুট চালুর কথা ভাবছে স্বাস্থ্য দপ্তর।

 

পোশাকে নীল–সাদা ছোট চেক বা অন্য কোনও গাঢ় বর্ণ করা যায় কিনা তা ভাবনা–চিন্তার স্তরে রয়েছে বিভিন্ন স্তরে।

‌ এনআরএসের নার্সিং সুপারিনটেন্ডেন্ট মনীষা ঘোষ জানিয়েছেন,‘‌নার্সিং সম্পূর্ণ আলাদা পেশা। রোগী পরিষেবার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। মাথা ও মন খুব গুরুত্বপূর্ণ এই কাজে। রোগীর পরিবারকে ঠান্ডা মাথায় সহানুভূতি ও সহমর্মিতা,ভালোবাসা দেখিয়ে স্বাস্থ্য–পরিষেবাকে সব স্তরে এগিয়ে নিয়ে যেতে হবে।’‌
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.