Header Ads

সঞ্চয়ে থাবা!! সুদ কমল প্রভিডেন্ট ফাণ্ডে।চাকুরিজীবীদের মাথায় হাত!

নজরবন্দি ব্যুরো: আবারও বিপদে পড়তে চলেছে সাধারণ মানুষের সঞ্চয়। ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার কমাল কেন্দ্রীয় সরকার। কমল প্রভিডেন্ট ফান্ডে সুদের হার। ২০১৭–১৮ আর্থিক বছরের জন্য ৮.‌৬৫ শতাংশ থেকে সুদ কমে দাঁড়াল ৮.‌৫৫ শতাংশ প্রায় ০.১০ শতাংশ সুদের হার কমল ফলে মাথায় হাত সাধারণ চাকুরীজীবীদের।গত পাঁচ বছরে এটাই পিএফ–এ সর্বনিম্ন সুদের হার। অর্থাৎ ২০১২–১৩ আর্থিক বছরের পর আবারও এতটা কমল পিএফ–এ সুদের হার। শুক্রবার একথা জানিয়েছে কেন্দ্রীয় শ্রমমন্ত্রক।

 

গত ২১ ফেব্রুয়ারি সুদের হার কমানোর ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নেয় কেন্দ্র। কিন্তু কর্নাটক বিধানসভা নির্বাচনের কারণে সুদের হার কমানোর কথা ঘোষণা করা হয়নি। তাতে নির্বাচনী বিধি ভঙ্গ হতে পারত। তাই ভোট মিটতেই সুদের হার কমানোর কথা ঘোষণা করল ইপিএফও।

এর আগে ২০১৬–১৭ আর্থিক বছরে সুদের হার ছিল ৮.‌৬৫ শতাংশ। ২০১৫–১৬ আর্থিক বছরে ছিল ৮.‌৮০ শতাংশ।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.