Header Ads

পি এন বি কন্ডে ইডি-র চাঞ্চল্যকর তথ্য!

নজরবন্দি ব্যুরোঃ কিছুদিন চুপ থাকার পর আবার উঠে এলো পি এন বি কাণ্ডের মূল পাণ্ডা নীরব মোদীর কর্ম কাণ্ড। জালিয়াতিকাণ্ডের তদন্তে নেমে এনফোর্সমেন্ট ডিরোক্টোরেট বা ইডি যে রিপোর্ট পেশ করেছে তাতে বলা হয়েছে

মোট ৪, ২৯৯ কোটি টাকা নিজের নামে করে নিয়েছিলেন নীরব। শুধু নিজের নয়, নীরবের পরিবার ও তাঁর ফার্মের ঘরেও ঢোকে এই পরিমাণ বিশাল অর্থের একাংশ।এই টাকা নীরব। ১৫ টি ভুয়ো সংস্থার নামে এই টাকা হাতিয়েছেলেন নীরব। এই সমস্ত সংস্তার নাম পেসিফিক জেমস, ইউনিটি ট্রেডিং কম্পানি, ভিস্তা জুয়েলারি ইত্যাদি। এছাড়াও এল ও ইউ-এর ১৩৭ কোটি টাকা এদেশে নীরবের ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যকাউন্টে রাখা হয়েছে।

১, ৮১১ কোটির মধ্যে ৭৮৬ কোটি বোন পূরবীর নামে ও ৩৪১ কোটি জামাই মৈনাকের নামে তিনি পাঠিয়ে দেন। আর্থিক তছরূপের বিভিন্ন ধারায় এদিন নরব মোদীকে অভিযুক্ত করে ১২ হাজার পাতার চার্জশিট পেশ করেছে ইডি। উলেক্ষ পি এন বি কাণ্ডের পর থেকে বিদেশে রয়েছেন পলাতক নীরব মোদী।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.