Header Ads

গরমে যাদু-মেকআপ শিখে নিন, আর হয়ে উঠুন অনন্যা!

নজরবন্দি ব্যুরোঃ গরম পড়ে গেছে। তাপমাত্রার পারদ ক্রমশ চড়ছে। এদিকে গরম বলে পার্টিতে যাবেন না তা কি হয়? আর পার্টিতে যাওয়া মানে সাজগোজ তো করতেই হবে। কিন্তু গরমে মেকআপ গলে যাওয়া নিয়ে একটা বিরাট চিন্তা। এবার শিখে নিন কিভাবে মেকআপ করলে দীর্ঘস্থায়ী হবে তা।

মেকআপ এর শুরুতেই ব্যবহার করুন প্রাইমার। এটি মেকআপকে ভালো ভাবে ত্বকে বসে যেতে সাহায্য করে। এরপর মুখে ফাউন্ডেশন লাগিয়ে ভালো ভাবে ড্যাব করে নিন। অবশ্যই ওয়াটার প্রুফ মেকআপআপ ব্যবহার করবেন। ব্লাশ অন এবং আইশ্যাডো পাউডার বেস বাছুন। এর ফলে মেকআপের স্থায়ীত্ব বাড়বে।

ব্যাগে রাখুন পেপার টাওয়েল। মুখে ঘাম হলে পেপার টাইয়েল দিয়ে চেপে চেপে মুছে নিন। ঘষে মুছবেন না যেন। সাথে রাখতে পারেন ফেসিয়াল মিস্ট। এটি ত্বকে হাইড্রেটেড রাখে। লিপস্টিক এবং লাইনার রাখতে ভুলবেন না। আর সবশেষে বলবো, গরমে প্রচুর জল খান। ত্বক সুস্থ থাকলে তবেই মেকআপ উজ্জ্বল হবে। এসব নিয়ম ফলো করুন আর গরমের পার্টিতে আপনি হয়ে উঠুন মধ্যমণি।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.