Header Ads

বাম নয়, বিজেপিকেই সমীহ করে তৃণমূল! কি বললেন তৃণমূলের রবীন্দ্রনাথ ঘোষ?

নজরবন্দি ব্যুরোঃ রাজ্য রাজনীতিতে বামেদের একটা বড় অংশ বিজেপিতে যোগ দিচ্ছে। আর সেই কারণে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের মাথাব্যাথা ছিল বিজেপি। একথা একপ্রকার স্বীকার করে নিলেন কোচবিহারের তৃণমূল জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ।

পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষনা হয়ে গেছে। তাতে বলা যায়, নিরঙ্কুশ প্রাধান্য লাভ করেছে শাসক দল। এরপরেই রবীন্দ্রনাথ ঘোষ বলেন, "উত্তরবঙ্গের জেলাগুলিতে সিপিআইএম ত্যাগ করে বিজেপিতে যোগদানের সংখ্যা বাড়ছে। তাই পঞ্চায়েত নির্বাচনে অবশ্যই বিজেপি একটা বড় চ্যালেঞ্জ ছিল। সেই চ্যালেঞ্জ আমরা জিতে গেছি। বাংলার মানুষ বিজেপি কিংবা সিপিআইএম-কে নয়, ভোট দিয়েছেন তৃণমূলকে। তারা আস্থা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর। এটা একটা গুরুত্বপূর্ন দিক।"

প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটে কোচবিহার জেলায় ১২৮টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১১৭টিতে জয় পেয়েছে তৃণমূল। বিজেপি ১ ও বাম ১। বাকি আসনে ত্রিশঙ্কু। ১২টা পঞ্চায়েত সমিতির ১২টাতেই জয়ী শাসক দল। জেলা পরিষদের ৩৩টি আসনের মধ্যে ৩২টি আসনে জিতেছে তৃণমূল।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.