Header Ads

শিক্ষক হতে চান? তাহলে জেনে নিন কি কি পরিবর্তন আনছে এন সি টি ই।

নজরবন্দি ব্যুরো: রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক চলছে বহু দিন ধরে। কবে শিক্ষক নিয়োগ হবে সেই নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। আর এই রকম এক পরিস্থিতির মধ্যে শিক্ষা ক্ষেত্রে আসতে চলেছে বড়সড় পরিবর্তন। এখন দেখে নেওয়া যাক কি কি পরিবর্তন আসতে চলেছে।



প্রথমত, ২০১৯ সাল থেকে বি এড ডিগ্রি আর ২ বছরের থাকছে না। ৪ বছরের ইন্টিগ্রেটেড কোর্স হবে। উচ্চ মাধ্যমিকের পরে এই কোর্সে ভর্তি হওয়া যাবে।

দ্বিতীয়ত, যাঁরা ডি এল এড কোর্স করেছেন বা করছেন তারা শুধু ১ থেকে ৮ পর্যন্ত পরীক্ষা দিতে পারবেন।

তৃতীয়ত, কিন্তু যাঁরা ডি এড করেছেন বা করছেন কিংবা ২০১৯ সালে ৪ বছরের ইন্টিগ্রেটেড বি এড কোর্স করবেন তাঁরা ১ থেকে ১২ পর্যন্ত পরীক্ষা দিতে পারবেন।
প্রসঙ্গত, এতদিন পর্যন্ত বি এড কোর্স করা ছাত্ররা প্রাইমারিতে পরীক্ষা দিতে পারতেন না। কিন্তু এবার ২০১৯ সালের পর থেকে পারবেন।

চতুর্থত, ২০১৯ থেকে বেসিক বা ডি এল এড কোর্স উঠে যাচ্ছে। একমাত্র বি এড কোর্স থাকবে।
এই সব নিয়ে খুব শীঘ্রই এন সি টি ই বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে।
উল্লেখ্য, আগে যাঁর যে কোর্স করেছেন সব বৈধ থাকবে বলে জানা গিয়েছে। একমাত্র বি এড ডিগ্রি ধারীরা এবার থেকে প্রাইমারীতে পরীক্ষা দিতে পারবেন।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.