Header Ads

হবু শিক্ষকরা কি কি দাবি রাখতে চলেছেন শিক্ষামন্ত্রীর সামনে মুখোমুখি মিটিং-এ? দেখেনিন।

নজরবন্দি ব্যুরো: শিক্ষক নিয়োগ নিয়ে জটিলতার মাছে রাজ্যের শিক্ষামন্ত্রীর সাথে আলোচনাতে বসতে চলেছেন এই রাজ্যের হবু শিক্ষকরা। চাকরী প্রার্থীরা কি কি দাবি রাখতে চলছেন শিক্ষামন্ত্রীর কাছে? একনজরে দেখে নেওয়া যাক।


১. উচ্চপ্রাথমিকে ভ্যাকান্সি বাড়িয়ে কমকরে ৩০০০০ করতে হবে। নিয়োগ প্রক্রিয়া আগামী দুর্গা পূজার আগে শেষ করতে হবে।

২. চলতি মাসের মধ্যে উচ্চপ্রাথমিকের মেরিট লিস্ট প্রকাশ করতে হবে ।

৩. জুন ও জুলাই মাসের মধ্যে আপডেট ভ্যাকান্সি অনুযায়ী নবম থেকে দ্বাদশ পর্যন্ত ও কর্মশিক্ষা ও শারীরশিক্ষার কাউন্সিলিং ও নিয়োগের কাজ শেষ করতে হবে।

৪. পঞ্চম থেকে দ্বাদশ স্তরে সমস্ত এমপেনেল্ড ও ওয়েটিং এ থাকা সবার প্যানেল লিস্ট পিডিএফ আকারে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।

৫. আগের সরকারের মতন প্রতিবছর স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে সরকারি সাহায্যপ্রাপ্ত ও অনুমোদিত বিদ্যালয়ে ধারাবাহিকভাবে সরকারি শিক্ষক নিয়োগ করতে হবে।

এখন দেখার শিক্ষামন্ত্রী হবু মাস্টারদের কি কি প্রস্তাব মানেন। আর সেই দিকে তাকিয়ে চাকরী প্রার্থীরা।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.