Header Ads

আজও তার হাতে রক্ত পতাকা, অদম্য লড়াইয়ের নাম ধীরু লেট। দেখুন এক্সক্লুসিভ ভিডিও

নজরবন্দি ব্যুরো: নির্বাচনের দিন ঘোষণার পর থেকে এবং বিশেষকরে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্রকরে বারবার আক্রান্ত হতে হয়েছে এই রাজ্যের বিরোধী রাজনৈতিক দলের নেতাদের। রেহাই পাইনি বিরোধী দলের কোনও বড় মাপের নেতারা। কিন্তু তার পরেও রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো জানিয়েছেন ভোট মোটের উপর শান্তিতে সম্পন্ন হয়েছে!

প্রসঙ্গত, ধীরু লেটকে সম্ভবত এখনও ভুলতে পারেনি এই রাজ্যের কোন বাম সমর্থক।
গত ৫ই এপ্রিল বীরভুম জেলার নলহাটি ব্লক অফিসে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে সিপিআই(এম) কর্মী ধীরু লেট মারাত্মকভাবে আহত হয়ে ছিলেন। অভিযোগের তির ছিল তৃণমূলের দিকে। ওই একই হামলায় আহত হয়েছিলেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য রামচন্দ্র ডোমও। চিকিৎসায় অনেক টানাপোড়েনের পর দীর্ঘ এক মাস বাদে প্রায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ধীরু লেট।

মঙ্গলবার সারাভারত কৃষকসভা বানিয়োড় অঞ্চল কমিটি তরফে তাঁকে সংবর্ধনা জানানো হয়। তাঁর হাতে লাল পতাকা ও সঙ্গে ছ’হাজার টাকা তুলে দিয়ে সম্মান জানানো হয় বলে সিপিআই(এম) সূত্রে খবর।

দেখুন ধীরু লেট এক্সক্লুসিভ
https://youtu.be/l87eCbMs2VA
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.