Header Ads

সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস, আবার রাজ্যে কর্মহীন হলেন ৪০০০ শ্রমিক।

নজরবন্দি ব্যুরোঃ আবার রাজ্যে কর্মহীন হলেন ৪০০০ মানুষ! আবার বন্ধ হল একটি জুটমিল। চন্দননগরের গোন্দলপাড়া জুটমিলে ঝোলানো হল সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস। গতকাল রাত আটটা নাগাত জুটমিলের গেটে আচমকাই মিল কর্তিপক্ষ সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ঝুলিয়ে দেয়।

কর্তিপক্ষ সূত্রে জানা গেছে কাঁচা মালের অভাব হচ্ছিল বলে গত কয়েকদিন ধরে উৎপাদন কম হচ্ছিল। অন্যদিকে শ্রমিকরা ২টি ইউনিটে কাজ বন্ধ করে দেয়। মালিক পক্ষ শ্রমিকদের কাজে যোগদিতে নোটিস ঝোলায় সন্ধ্যেবেলা কিন্তু শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় রাত আটটা নাগাত মিল কর্তিপক্ষ সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ঝুলিয়ে দেয়।

অন্যদিকে শ্রমিকদের দাবি যেন তেন প্রকারেন কাজ বন্ধ করে দেওয়াই মালিক পক্ষের লক্ষ, এবার নোটিশ ঝুলিয়েছে কাঁচা মালের অভাব এই অজুহাত দেখিয়ে, কিন্তু এর আগেও এমন নোটিশ ঝুলিয়েছে অন্য অজুহাতে। কর্তিপক্ষের এই সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হবে ৪০০০ পরিবার।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.