Header Ads

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠান ঘিরে শেষ মুহূর্তের সাজো সাজো রব৷

নজরবন্দিঃ আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানকে ঘিরে তৈরী হতে চলেছে এক ঐতিহাসিক মুহূর্ত ৷এদিন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডিলিট প্রদান করা হবে৷বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ৷

রেজিস্টার সীতাংশু কুমার গুহ জানিয়েছেন, প্রস্তুতি প্রায় শেষের মুখে৷এখন শুধু মাহেন্দ্র মুহূর্তের প্রতীক্ষা৷বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রীর সাথে ১৫০জন ডেলিগেটস আসছেন৷আসছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ও রাজ্যপাল মহোদয়৷তবে রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র আসার বিষয়টি এখনো নিশ্চিত নয়৷জানাগেছে অণ্ডাল বিমান বন্দরে বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবতরণের পর সোজা চলে আসবেন বিশ্ববিদ্যালয়ে৷শেখ হাসিনাকে এদিন সমাবর্তনের অনুষ্ঠানে ডিলিট প্রদানের সাথে সাথে তুলে দেওয়া হবে বিশেষ উপহার মসলিন ৷

তবে বিশ্ববিদ্যালয়ের কনভোকেশনের নিয়ম অনুসারে এদিনের ঐতিহাসিক মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্র-ছাত্রী উপস্থিত থাকতে পারবে না৷শুধুমাত্র পুরস্কৃত ও বিশেষ সম্মান প্রাপক ছেলেমেয়েরাই উপস্থিত থাকতে পারবে৷সবমিলিয়ে অনুষ্ঠান কেন্দ্রে ১২০০জনের বসার আসনের ব্যবস্থা করা গেছে৷সুরক্ষার বিষয়টি ইতিমধ্যেই ভারত ও বাংলাদেশের পক্ষ থেকে যৌথভাবে উদ্যোগ নেওয়া হয়েছে ৷ছাত্র-ছাত্রীরাও এই ঐতিহাসিক মুহূর্তের জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছে৷তারা জানাচ্ছে এই মুহূর্তটি ভারত-বাংলাদেশের মৈত্রীর এক নতুন অধ্যায় সূচনা করবে৷
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.