Header Ads

ঐতিহ্যবাহী তল্লি বিথীকা রক্ষার্থে মুখ্যমন্ত্রী কে খোলা চিঠি কোচবিহারের।

নজরবন্দি ব্যুরো: ঐতিহ্যবাহী তল্লি বিথীকা কাটবার প্রতিবাদে অভিনব আন্দোলনের পথে কোচবিহারের নাগরিক সমাজ। কোচবিহারে *পোস্ট কার্ড আন্দোলন* হয়। কোচবিহারের বিভিন্ন স্থরের প্রায় দুই শতাধীক জনগন পোস্ট কার্ডে তল্লি বিথীকা রক্ষার আবেদন জানিয়ে রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী ও রাজ্যপালকে কে চিঠি লেখেন।

"প্রতি,
মাননীয়া মুখ্যমন্ত্রী মহাশয়া,

প্রথমে সকল কোচবিহারবাসীর পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের শহরকে হেরিটেজ শহর ঘোষনা করবার জন্য।

কিন্তু বর্তমানে আমাদের শহরের ঐতিহ্য সংকটে, শহরের সর্বশেষ শতাধীক বছরের পুরোনো তল্লীবিথীকা আজ কেটে ফেলার উদ্যোগ নেওয়া হচ্ছে  হাইড্রেন, রাস্তা ও ফুটপাথ নির্মানের জন্য।
একটি শহরের ঐতিহ্য কেবল তার সুপ্রাচীন ইতিহাস কে কেন্দ্র করে গড়ে ওঠে না, তার জীববৈচিত্র ও গাছপালাও এক্ষেত্রে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে।

আপনার কাছে আমাদের বিনীত আবেদন, দয়া করে প্রশাসন-কে বিকল্প পথ অবলম্বন করে  তল্লীবীথিকা কাটা বন্ধের নির্দেশ দিয়ে আমাদের ঐতিহ্য রক্ষা করতে সার্বিক সহায়তা করুন।

নিবেদনান্তে,
কোচবিহারের পরিবেশপ্রেমী জনগন।

 

এছাড়া কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকেও একদল গবেষক একই বার্তা লিখে পোস্ট কার্ড আন্দোলনে সামিল হয়।

সূত্রে জানা গিয়েছে নবান্নে পিডাব্লুডি র উচ্চপর্যায়ের মিটিং বসছে এই বিষয় নিয়ে এবং বনমন্ত্রী বিনয় বর্মন ওও জানিয়েছেন তিনি সকল প্রকার গাছ কাটবার বিরুদ্ধে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.