Header Ads

অপ্রতিরোধ্য তৃণমূল, মমতা ময় বাংলা! ১৬ হাজার আসনে জয়ের গণ্ডি পেরিয়ে গেল তৃণমূল।

নজরবন্দি ব্যুরোঃ সকাল থেকেই টানটান উত্তেজনায় শুরু হয়েছে ভোট গননা, রাজ্যের ২০ জেলার ২৯১টি কেন্দ্রে গণনা চলছে। গণনা চলছে গ্রাম পঞ্চায়েতের ৩১ হাজার ৮০২টি আসনে এরপর হবে পঞ্চায়েত সমিতির ৬ হাজার ১২৩ আসনে আর সবশেষে খোলা হবে জেলা পরিষদের ৬২১টি আসনের ব্যালট বক্স। সকাল থেকেই যে রাজ্যের সর্বত্র জয়জয়কার তৃণমূলের। কার্যত প্রতিরোধহীন জয়।
সর্বশেষ পাওয়া খবর পর্যন্ত
তৃণমূল জিতেছে ১৬৫৫০ আসনে
বিজেপি জয় পেয়েছে ৪১৪৪ আসনে
বামফ্রন্ট জিতেছে ১২১২ টি আসনে
কংগ্রেস জিতেছে ৬৮১ টি আসনে
নির্দল জিতেছে ১৩৩৫ টি আসনে।



এগিয়ে রয়েছে
তৃণমূল ১১৮৬ টি আসনে
বিজেপি ১৪৫ টি আসনে
বামফ্রন্ট ৭০ টি আসনে
কংগ্রেস ৪০ টি আসনে
আর
নির্দল ৫৩ টি আসনে
* বিকেল ৪.৫০ পর্যন্ত

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.