Header Ads

কথা রেখেছেন মুখ্যমন্ত্রী! সিনেমা শিল্পকে বাঁচাতে গড়লেন পশ্চিমবঙ্গ ফিল্ম অ্যাকাডেমি।

নজরবন্দি ব্যুরোঃ শিল্প এবং সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসেবে খ্যাতি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার টলিউডে সিনেমা শিল্পকে বাঁচাতে বিশেষ উদ্যোগ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যে তৈরি হল পশ্চিমবঙ্গ ফিল্ম অ্যাকাডেমি। নবান্নের তরফে গতকাল বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি বিভিন্ন সমস্যায় জর্জরিত। সেই সমস্যা থেকে উদ্ধার করতে থিঙ্কট্যাঙ্ক হিসেবে কাজ করবে ফিল্ম অ্যাকাডেমি। সেই সাথে ঘটানো হবে উন্নয়ন।

টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে উন্নয়নের হাওয়া আনবেন, কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই কথা ভোলেননি তিনি। আর তাই মন্ত্রী অরূপ বিশ্বাসকে চেয়ারম্যান পদে রেখে একটি বিশেষ কমিটি গড়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.