Header Ads

বাংলায় দ্বিতীয় স্থানে বিজেপি! যুব মোর্চাকে অভিনন্দন জানালেন স্বয়ং প্রধানমন্ত্রী।

নজরবন্দি ব্যুরোঃ অনুষ্ঠিত হলো ভারতীয় জনতা যুব মোর্চার (BJYM) এর কার্জকারিনি বৈঠক। কার্জসভায় উপস্থিত ছিলেন যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি শ্রীমতি পুনম মহাজন, সহ সভাপতি এইজাজ হোসেন, সম্পাদক সৌরভ সিকদার প্রমুখ।

যুব মোর্চার পশ্চিমবঙ্গ শাখা থেকে প্রতিনিধিত্ব করলেন দেবজিৎ সরকার( রাজ্য সভাপতি, যুব মোর্চা) এছাড়া উপস্থিত ছিলেন প্রীতম দত্ত এবং আশিস জয়সওয়াল।

সর্বোপরি এই বৈঠক উজ্জ্বলতর রূপ পেল স্বয়ং প্রধান মন্ত্রী এবং সর্ব ভারতীয় সভাপতি অমিত শাহ র উপস্থিতিতে।

বৈঠক শেষে নরেন্দ্র মোদী নিজে শুনলেন বাংলার পঞ্চায়েত নিবার্চনের হালহকিকত বাংলা যুব মোর্চার প্রতিনিধি দের কাছ থেকে। রাজ্য যুব মোর্চার সম্পাদক সবিস্তরে আলোকপাত করলেন জনতা পার্টির অভাবনীয় সাফল্যের কথা, নমো আরও জানলেন কিভাবে এই নির্বাচনে তৃণমূলের তামাম দুর্গ থেকে বিজেপি ছিনিয়ে নিয়েছে কিছু গুরুত্বপূর্ণ আসন আর মানুষের ভালোবাসা ,অধিকার করেছে প্রাপ্ত আসনের নিরিখে দ্বিতীয় স্থান।

এই সাফল্যের কথা শুনে মোদী এবং অমিত শাহ অভিনন্দন জানালেন বাংলার মোর্চার সকল যোদ্ধা দের। তিনি আরো বলেন "এই ভাবেই যুব মোর্চার আন্দোলন এগিয়ে নিয়ে গিয়ে বাংলার বুকে তৃণমূলের দুর্গ আক্রমণ করতে হবে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.