Header Ads

রানীগঞ্জ কোলিয়ারি এলাকায় ওয়াটার প্রজেক্টে তালা লাগিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের।

নজরবন্দি ব্যুরোঃ রানিগঞ্জের নিমচা কোলিয়ারি এলাকায় অবস্থিত ওয়াটার প্রজেক্টে তালা লাগিয়ে বিক্ষোভ দেখালেন পাশ্ববর্তী এলাকার কয়েকটি গ্রামের বাসিন্দারা৷ বিক্ষোভকারীদের দাবি, প্রায় এক বছর ধরে ইসিএল এলাকায় অন্যায় ভাবে কয়লা কাটার ফলে পিএইচই-র পাইপ লাইন ভেঙে যায় ৷ যার জেরে প্রায় চার হাজার মানুষ প্রত্যহ জলকষ্টে ভুগছেন।
এলাকাবাসীদের দাবি ইসিএএল কে অভিযোগ জানানো হলেও ইসিএল কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ করেনি৷ যার জেরে এই প্রখর গ্রীষ্মে জলকষ্টে নাজেহাল হতে হচ্ছে গ্রামীণ অধিবাসীদের৷ এই অভিযোগ তুলে বুধবার সকাল থেকেই ইসিএলের জল সরবরাহ করার ওয়াটার প্রজেক্ট তালা লাগিয়ে বিক্ষোভ দেখায়, পরে গ্রামবাসীরা কয়লা পরিবহনকারী পথ আগলে বিক্ষোভে সামিল হয় ৷ অবশেষে ইসিএল কর্তৃপক্ষ গ্রামীণ এলাকার পিএইচই-র পাইপ লাইন সারানোর আশ্বাস দিলে স্বাভাবিক হয় পরিস্থিতি ৷
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.