Header Ads

প্রকাশিত হল আইসিএসই, আইএসসি-র ফল।

নজরবন্দি ব্যুরোঃ আজ প্রকাশিত হল আইসিএসই দশম শ্রেণী ও আইএসসি দ্বাদশের ফল। এবছর আইসিএসই দশম শ্রেণীতে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান দখল করেছে মুম্বাইয়ের স্বয়াম দাস।
তার প্রাপ্ত নম্বর ৯৯.৪ শতাংশ। আইএসসি দ্বাদশে প্রথম স্থান পেয়েছে অভিজ্ঞান চক্রবর্তী। মুম্বাইয়ের লীলাবতী পোদ্দার হাই স্কুলের ছাত্র সে।

এবছর আইসিএসই দশম শ্রেণীতে পাশের হার ৯৮.৫১ শতাংশ। আইএসসি দ্বাদশে পাশের হার ৯৬.২১ শতাংশ। আইএসসি তে মেয়েদের পাশের হার ছেলেদের তুলনায় বেশি।

রেজাল্ট জানতে গেলে যেতে হবে www.cisce.org, www.results.cisce.org এই ওয়েবসাইট গুলিতে। মোবাইলে এসএমএস-এর মাধ্যমে জানা যাবে ফল। এক্ষেত্রে ICSE কিংবা ISC লিখে তারপর স্পেস দিয়ে আইডি নম্বর লিখে পাঠিয়ে দিতে হবে 09248082883 এই নম্বরে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.