Header Ads

মাসের শেষে বেতনের সময় ৪৮ ঘন্টার ব্যাঙ্ক ধর্মঘট, চরম সমস্যায় সাধারণ মানুষ।

নজরবন্দি ব্যুরোঃ দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘট। ৩০ এবং ৩১ মে, টানা দুদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছিলেন ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন। সমস্ত রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাঙ্ক বন্ধ এই দুদিন। এদিকে মাসের শেষে ব্যাঙ্ক বন্ধ থাকায় নাজেহাল সাধারণ মানুষ।

বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। শাটার নামানো রয়েছে এটিএম গুলিরও। এদিকে মাসের এই সময়টায় বেশিরভাগ কেন্দ্রীয় সংস্থা এবং অন্যান্য সংস্থার বেতন হয়। বর্তমানে বেতন ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমেই হয়। তাই ব্যাঙ্কে গিয়ে টাকা না পেয়ে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ।
ধর্মঘটিদের দাবি, দীর্ঘদিন ধরে তারা তাদের বিভিন্ন দাবি জানিয়ে আসলেও তা কানে তোলা হচ্ছে না। এই কারণেই অবশেষে টানা ৪৮ ঘন্টা ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছেন তারা।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.